Cubital Tunnel Syndrome

Spread the love

এই রোগে আপনার কনুইয়ের ভেতরের দিকে ব্যাথা হয় এবং ব্যাথা, ঝিনঝিনানি আপনার আঙুল পর্যন্ত ছড়াতে থাকে । কনুই ভাঁজ করলে ব্যাথা বাড়তে থাকে । একটি নার্ভের(ulnar nerve) কমপ্রেশনের কারনে এটি হয়ে থাকে । যিনারা হাত দিয়ে প্রচুর কাজ করেন বা যারা অ্যাথলিট তিনাদের এই রোগের সম্ভাবনা বেশি। ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা। তবে সিভিয়ার হলে সার্জারির প্রয়োজন রয়েছে।

Leave a comment