About PHYSIOTHERAPY

Spread the love

ফিজিওথেরাপি কি?
এগি চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা,যে শাখায় মেডিসিন ছাড়াই রুগীকে ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ থেরাপি – ম্যানুয়াল থেরাপি ও কিছু অ্যাডভান্স ফিজিওথেরাপিউটিক টেকনিক ব্যবহার করে সুস্থ করা হয়,এবং যার পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা ও রয়েছে।
কারা ফিজিওথেরাপিস্ট??
একজন কোয়ালিফারেড ফিজিওথেরাপিস্ট সে,যে সাড়ে চার বছর ধরে ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছে যে কোন রেকগনাইসড ইউনিভার্সিটি থেকে।পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ছাড়াও আরো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেখানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্স করানো হয়।
ফিজিওথেরাপি কোন ভাবেই এক বছর বা দু বছরের কোর্স নেই।যারা এই কোর্স করে ফিজিওথেরাপি করান তারা আসলেই কোয়াক।একজন যোগ্য ফিজিওথেরাপিস্ট এর মিনিমাম যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি হওয়া আবশ্যক।
ব্যাচেলার ডিগ্রির পরেও ফিজিওথেরাপি তে মাস্টার ডিগ্রি ও করা যায়,অর্থোপেডিক,নিউরোলজি,পেডিয়াট্রিক,গাইনি,স্পোর্টস ইত্যাদি বিষয় নিয়ে।এবং এর পরে পি এইচ ডি ও করা যায়।
ফিজিওথেরাপিস্ট দের প্র্যাকটিসের ধরণ –
একজন দক্ষ ও যোগ্য ফিজিওথেরাপিস্ট কখোনোই কোন ফিজিসিয়ান এর প্রেসক্রিপশন ফলো করে চিকিৎসা করেন না।একজন যোগ্য ফিজিওথেরাপিস্ট এর কাছে রুগী এলে আগে তিনি সঠিক ভাবে রুগীকে পরীক্ষা করেন,সঠিক ডায়াগনোসিস করেন ও তারপর নিজেই ট্রিটমেন্ট প্রটোকল সেট করেন ও সেই অনুযায়ী চিকিৎসা করেন।
ফিজিওথেরাপি নিয়ে মানুষের কিছু ভুল ধারণা –
১.ম্যাসাজ মানেই ফিজিওথেরাপি
২.স্ট্রোকের পরে তেল মালিশ করলেই রুগী হাঁটে,শুধু ব্যায়াম করলে কিছু ঠিক হয়না।
৩.জেনারেল ফিজিসিয়ান লিখে দিয়েছেন ১৫ দিন মেশিন দিয়ে ফিজিওথেরাপি করাতে,তার বেশি করাবো না
৪.মেশিন দিয়ে ফিজিওথেরাপি করালে ব্রেনে চাপ পড়বে
এছাড়াও কিছুজন চান,
ক্রনিক পেইন ম্যাজিকের মতোই দশ বারো দিনে সেরে যাবে যেহেতু তার ফিজিসিয়ান তাকে লিখে দিয়েছেন ওই কদিন ই ফিজিওথেরাপি করাতে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা –
১.ফিজিওথেরাপি চিকিৎসা ম্যাজিক নয়, এই চিকিৎসায় সাড়া পেতে সময় লাগে তাই ধৈর্য্য ধরতে হবে
২.আপনার ফিজিওথেরাপিস্ট যদি মনে করেন আপনার চিকিৎসা করতে ১ মাস সময় লাগবে তাহলে এক মাস ই লাগবে সেটা উনি ঠিক করবেন আপনার ফিজিসিয়ান নন।
৩.আপনার যদি কোন ইলেকট্রোথেরাপি লাগে তাহলেও কি লাগবে সেটা আপনাকে দেখে আপনার ফিজিওথেরাপিস্ট ই ঠিক করবেন আপনার ফিজিসিয়ান নন।কারণ তিনি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেন নি করেছেন আপনার ফিজিওথেরাপিস্ট তাই তার ওপর ভরসা রাখতে শিখতে হবে।
৪.ফিজিওথেরাপি করানোর আগে দয়া করে দেখে নিন আপনার ফিজিওথেরাপিস্ট এর ডিগ্রি,কারণ সঠিক চিকিৎসা পাওয়া আপনার অধিকার।যে ফিজিওথেরাপিস্ট আপনাকে চিকিৎসা করার আগে প্রেসক্রিপশন দেবে না ও সঠিক পরীক্ষা না করেই আপনার চিকিৎসা করবে সে কোয়াক।তাকে ক্রস চেক দায়িত্ব আপনার।
ফিজিওথেরাপিস্ট দের সমাজের প্রতি ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ব –
১.একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে সবার আগে দরকার সাধারণ মানুষ কে সচেতন করা।সচেতনতা মানুষ কে ভুল ও ঠিক বিচার করতে শেখাবে।
২.নিজের চিকিৎসার প্রতি কনফিডেন্ট হতে হবে।এবং সেভাবেই বোঝাতে হবে সাধারণ মানুষ কে।
৩.যতটা সম্ভব রুগীর সমস্যা মন দিয়ে শুনে সঠিক পরীক্ষা করে তবেই চিকিৎসা করতে হবে।
৪.ক্লিনিক্যাল রিসার্চ বাড়াতে হবে।
৫.নিজেকে আপডেটেড রাখতে হবে।
৬.সাধারণ মানুষরা অনেকেই অনেক কিছু জানতে না ই পারেন তাদের প্রতি সহজ হয়েই কথা বলে তাদের ফিজিওথেরাপি সম্পর্কে সঠিক কাউন্সেলিং ও করতে হবে।
৭.সবশেষে সঠিক পরিষেবা প্রদান করতে হবে ও রুগীর আর্থিক পরিস্থিতি দেখে পারিশ্রমিক নিতে হবে।কারণ চিকিৎসা পাওয়ার অধিকার সবার।অর্থের জন্য যাতে কোন রুগীর চিকিৎসায় বাধা না পড়ে।

Leave a comment