ঘাড়ে ব্যাথা মানেই স্পনডাইলিটিস নয়

Spread the love

। ঘাড়ে ব্যাথা হয় নানান কারনে । প্রতিটি কারনের ফিজিওথেরাপি চিকিৎসা আলাদা আলাদা। কী কী‌ রোগের কারনে ঘাড়ে ব্যাথা হয় ?

১. স্পনডাইলিটিস ২. মায়োপ্যাথি

৩. নিউরোপ্যাথি

৪. উইপ্লাস ইনজুরি

৫. লিসথেসিস

৬. নেক মাসল উইকনেস

৭. মাসল স্পাসম

৮. বোনি ইনজুরি

৯. টিউমার /ম্যালিগনেনসি

১০. ফ্যাসেট জয়েন্ট সিন্ড্রোম

১১. ইত্যাদি ।

আপনার কী হয়েছে একজন কোয়ালিফায়েড ফিজিওথেরাপিস্ট নির্নয় করে এবং সেই অনুযায়ী এক্সরাসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি প্রেসক্রাইব করে থাকেন ।

Leave a comment