এই রোগে আপনার wrist এর এক্সটেনশন হয় না , ছবির মতো হয়ে থেকে যায় । একটি নার্ভের ইনজুরির কারনে হয়ে থাকে । অসচেতন ভাবে ( মাদকাসক্ত বা ঘুমিয়ে থাকা অবস্থায়) বসে থাকা বা শুয়ে থাকা অবস্থায় যদি বগলে চাপ পড়ে তখন এই রোগটি হয়ে থাকে।
ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি তবে যদি খুব সিভিয়ার হয়ে থাকে তাহলে সার্জারির প্রয়োজন রয়েছে এবং তারপর ফিজিওথেরাপি ।