হাঁটু ব্যাথা
বেশির ভাগ মানুষ হাঁটু ব্যাথায় ভোগে অস্টিওআর্থাইটিসের কারনে । আপনার হাঁটুর মধ্যে যে ফাঁকা থাকে(joint space) তা কমে যায় , এছাড়াও আপনার হাড়ের ওপর যে তরুনাস্থি(cartilage) অংশ থাকে তা ক্ষয়ে যায় ।ফলত হাঁটু ব্যাথা হয়, ফুলে যায়, কড়কড় করে আওয়াজ হয়। এই রোগ থেকে ভালো থাকার উপায় হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা । একেবারেই যদি joint space না থাকে সেই ক্ষেত্রে সার্জারি(TKR) করা হয় এবং তারপর ফিজিওথেরাপি চিকিৎসা। তাই সার্জারি এড়াতে খুব তাড়াতাড়ি ফিজিওথেরাপিস্ট দেখানো প্রয়োজন।
ডা. দেবাশিস দে (পিটি)
BPT (HU)
Consultant Physiotherapist
A2/47 Kalyani,Nadia
কল – 8961005939