হাতের কব্জিতে ব্যথা :
হাত দিয়ে লিখতে পারেন না, লিখতে খুব কষ্ট। কিছু ধরতে পারেন না, ধরতে খুব কষ্ট। হাতে ভারী জিনিস তোলা যায় না। দৈনন্দিন কাজকর্ম করতে বাধাগ্রস্ত হচ্ছে। হাতের কষ্ট দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। দিন দিন বেড়েই যাচ্ছে । অনেক সময় এত বেশি হয় যে হাত দিয়ে ভাত খাবে তাও পারা যায় না।এমতাবস্থায় কি করা যায় এর কি কারণ হতে পারে এ রোগের নাম কি?রোগের নাম “ডি কোয়ারভেইন্স ডিজিজ”।
এর চিকিৎসা কি? -হাতে নড়াচড়া কম করতে হবে,-পেন কিলার -রেস্ট-এন্টি ইনফ্লামেটরি হালকা মালিশ দেওয়া যেতে পারে।এতে অনেকটাই ভালো হয়ে যায়। যদি ভালো না হয় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি দিয়ে থাকি যাহা বেশ কার্যকরী।তবে কিছু নিয়ম চিকিৎসা পরবর্তী সময় মেনে চলতে হবে যাতে বারবার না হয়।