কোমর ব্যথার সাথে নিম্নোক্ত উপসর্গ থাকলে তাকে বলা হয় লাল পতাকা উপসর্গ বা Red Flag Signs যাহা থাকলে বুঝতে হবে কোমর ব্যথার সুনির্দিষ্ট কোন কারণ আছে এবং বড় ধরনের ক্ষতি হতে চলেছে।
সেইক্ষেত্রে দেরী না করে অতি সত্বর ডাক্তার দেখান।

কোমর ব্যথা যখন বিশ্রাম বিশ্রাম নেওয়ার পর বেড়ে যায়:কোমর ব্যথা সাধারণত হাটলে বা কাজ করলে বাড়ে আর রেস্ট বা বিশ্রাম নিলে কমে যায়। হাটতে সমস্যা হয়, কষ্ট বেড়ে যায়, অনেক সময় হাটতেই পারে না। হাটতে খুব কষ্ট! কোন কাজ করতে পারেন না। বসলেই ব্যথা হয়, বসতেও পারেন না। শুইলেই ব্যথা কমে যায়।কিন্তু কোন কোন কোমর ব্যথা হাটলেই কমে বা কিছুক্ষণ হাটার পর কমে যায় এবং অনেকক্ষণ বসে বা শুয়ে থাকার বেড়ে যায়।এটা সাধারণত ইয়ং বয়সেই হয়।কি কারণ?- ইনফ্লামেটরি কন্ডিশন