হাতের তালু ও আংগুলে ব্যথা, ঝিম ঝিম লাগে।
রাতে ব্যথা বাড়ে।প্রথম দিকে ব্যথা হালকা থাকে আবার যায়।শুধু রাতের বেলা ব্যথা থাকে। পরে ক্রমান্বয়ে ব্যথা বাড়তে থাকে, দিনের বেলাতেও ব্যথা হয়। কাজ কর্যে গেলে ব্যথা বাড়ে। হাত তালুর দিকে বাকিয়ে রাখলে ব্যথা বাড়ে।আস্তে আস্তে হাতের কাজ করা শক্তি কমে যায় এক টুপি হয় মাংসপেশ বাল কমে যায় আঙ্গুলের কাজ করার শক্তি কমে যায় দিন দিন হাতের কোন ক্ষমতা কমে আসে কারণ কি? ইহাকে বলা হয় কারপাল টানেল সিনড্রোম। এখানে নার্ভটা কবজির উপর প্রেসার পড়ার কারণে কম্প্রেশন হয় আর এ কারণেই এই উপসর্গ তৈরি হয়।প্রতিকার ও চিকিৎসা :হাতের কব্জি তালুর দিকে বাকিয়ে রাখা থেকে বিরত থাকুন।কব্জিতে কোন ফুলা ব্যথা হলে সাথে সাথে চিকিৎসা নিন। অবহেলা করবেন না।
শোয়ার সময় নাইট স্প্লিনট ব্যাবহার করুন যা আপনার রিস্ট জয়েন্ট বা কব্জিকে স্ট্রেইট বা সোজা রাখবে যার ফলে নার্ভে চাপ পড়বে না। ব্যথা হবে না।