ফ্রোজেন শোল্ডারের সম্ভাব্য কারণ

Spread the love

ফ্রোজেন শোল্ডারের সম্ভাব্য কারণ-এই সমস্যার প্রধান কারণ হতে পারে ডায়াবেটিস। যারা ডায়াবেটিক রোগী তাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাদের কোনো অপারেশন বা সার্জারি করা হয়েছে তাদেরও কাঁধের সমস্যা হতে পারে। মূলত ৪০ থেকে ৬০ বয়সি ব্যক্তি যারা ডায়াবিটিস, থাইরয়েড,ও হৃদ রোগের সমস্যায় ভোগা রোগীদের ক্ষেত্রেও অনেকটাই বেশি এই রোগের ঝুঁকি। পুরুষদের তুলনায় নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

কীভাবে ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষা পাওয়া যায়?ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে খুবই দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রোজেন শোল্ডারের সমস্যাকে দূর করতে আগেই কোনো অপারেশন করা উচিত নয়।ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর সাথে পরামর্শপূর্বক চিকিৎসা গ্রহণ করুন

#frozenshoulder

#frozenshoulders

#FrozenShoulderpain

#FrozenShoulderRelief

#physiotherapy

#frozenshouldertherapy

#frozenshoulderrecovery

#frozenshoulderrecovery

#frozenshoulderexercise

#frozenshouldertreatment

#frozenshoulderexercises

#frozenshouldertreatment

Leave a comment