সারভাইক্যাল রেডিকুলোপ্যাথি

Spread the love

এই রোগে আপনার ঘাড় থেকে ব্যাথা শুরু হয় এবং তা হাত পর্যন্ত ছড়াতে থাকে , সঙ্গে ঝিনঝিন করতেও পারে। কেচিকিৎসা – ফিজিক্যাল থেরাপি ডিজেনারেটিভ আর্থাইটিস( ৯০% মানুষ এতে ভোগে) যেমন অস্টিওআর্থাইটিস(বাত), স্পনডাইলোসিস ইত্যাদিতে ঔষধের তেমন কোনো ভূমিকা নাই । ফিজিওথেরাপি বা এক্সরাসাইজ একমাত্র ঔষুধ। ইনফ্লামেটরি আর্থাইটিস যেমন রিউমাটয়েড আর্থাইটিসে এক্সরাসাইজের পাশাপাশি ঔষুধের একটি বড়ো ভূমিকা রয়েছে কিন্তু এই ধরনের রোগের সম্ভবনা অনেক কম।

Leave a comment