হাড় ভাঙ্গা বা আঘাত জনিত কারণে প্লাস্টার / অপারেশন পরবর্তী জয়েন্ট শক্ত হয়ে গেলে করণীয় কি

Spread the love

হাড় ভাঙ্গা বা আঘাত জনিত কারণে প্লাস্টার / অপারেশন পরবর্তী জয়েন্ট শক্ত হয়ে গেলে করণীয় কি⁉️

💥মানুষের শরীরে দৃুর্ঘটনা জনিত কারনে হাড় ভেঙ্গে গেলে সাধারনত ভাঙ্গা হাড়গুলো সঠিক পজিশনে এনে প্লাস্টার করে দেওয়া হয় জোড়া লাগার জন্য। আবার প্রয়োজন অনুসারে অর্থপেডিক্স সার্জন অপারেশন করে হাড়ে কৃত্তিম স্পিন্ট/ রড দিয়ে জোড়া লাগিয়ে দেয়।
📂প্লাস্টার বা অপারেশন পরবর্তী সমস্যা সমূহ:
🌀জয়েন্ট ফুলে যায়/ জয়েন্টে পানি আসে।
🌀জয়েন্ট শক্ত হয়ে যায়
🌀জয়েন্টের মাংসপেশির শক্তি কমে
🌀স্বাভবিক কাজকর্মে অসুবিধা
🌀চামড়া কালো / লাল বর্ণ হয়

📂 ফিজিওথেরাপি চিকিৎসা সমূহ:
⭕প্যরাফিন ওয়াক্স বাথ
⭕আল্টা সাউন্ড থেরাপি
⭕সফট টিস্যু রিলিজ
⭕স্ট্রেচিং এক্সারসাইজ
⭕বিভিন্ন রেঞ্জ অফ মোশন
⭕স্ট্রেনথিনিং এক্সারসাইজ
⭕মাসল এনার্জি টেকনিকস

সুতরাং প্লাস্টার খোলার পর বা অপারেশনের পরে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহন করুন সম্পন্ন সুস্থ হওয়ার জন্য।

Leave a comment