(ইলেক্ট্রোপ্যাথি চিকিৎসা নিন,,সুস্থ্য থাকুন)
রোগ বিবরন : ঠান্ডা লাগা, ভিজা জায়গায় অনেকক্ষন বসিয়া বা দাঁড়াইয়া কাজ করা কিংবা সায়োটিকা নার্ভের উপর কোন রূপ চাপ পড়া। আঘাত লাগা, আরও কারনে এই পীড়া হইতে পারে। উরু সন্ধির নিকটবর্তি স্থান হইতে বেদনা আরম্ভ হইয়া উরু দেশের পশ্চাদ দিক দিয়া হাঁটু কখনও পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত হয়। এই বেদনা সর্বদা না থাকিয়া সময় উপস্থিত হয়।