অ্যানকাইলোসিং স্পনডাইলিটিস

Spread the love

খুব কম বয়সে(১৫-৩০) আপনার কোমরে ব্যাথা হচ্ছে ?? ব্যাথা আপনার কোমরের দুই দিকে একটা জায়গায় শুরু হচ্ছে। সকালের দিকে ভীষন ব্যাথা কিন্তু খানিক হাঁটাচলা বা এক্সরাসাইজ করলে কমে যায় ?? হতে পারে অ্যানকাইলোসিং স্পনডাইলিটিস যেখানে আপনার মেরুদন্ডটি একটি বাঁশের মতো হয়ে যায় শেষ পর্যন্ত । এটি অন্য কোমর ব্যাথার মতো নয় এটি আপনার জীবন শেষ করে দিতে পারে । তাই আপনি অবশ্যই কোনো মেডিসিনের ডাক্তার / অর্থোপেডিক সার্জেন/ ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবুকে দেখাতে পারেন ।

আমরা কিছু ফিজিক্যাল টেস্ট, ব্লাড টেস্ট, xray/MRI দেখে এই ডিজিজ ডায়াগোনোসিস করে থাকি।

আগে ফিজিক্যাল থেরাপি এবং পেন কিলার ছিলো একমাত্র চিকিৎসা কিন্তু এখন ফিজিওথেরাপি রেফার করার পাশাপাশি মেডিসিনের ডাক্তারবাবুরা অধুনা আবিষ্কৃত কিছু ঔষধ দেন যা এই রোগ থেকে রুগিকে অনেকটাই ভালো রাখে । তবে সব কিছু নির্ভর করে আপনি ডাক্তারের কাছে কত তাড়াতাড়ি আসছে

Leave a comment